আজকের সিলেট
সিলেটে সৌদি ফেরত সেই নারী অবশেষে কোয়ারেন্টাইনে
সিলেটে সৌদি ফেরত ওই নারীকে অবশেষে হাসপাতালে নেয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহের কথা শুনে তিনি ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন। অবশেষে তাকে বুঝিয়ে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি করা হয়েছে।
৭০ বছর বয়সী এ নারীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের কর্মীরা দক্ষিণ সুরমায় ওই নারীর বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘আমাদের অফিসের কর্মীরা ওই নারীর বাড়িতে গিয়ে তাকে সার্বিক বিষয় বুঝিয়ে বলার পর তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হন।’
ওই নারী ১২ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। গত কয়েকদিন থেকে তিনি জ্বর অনুভব করলে চিকিৎসার জন্য মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি বেসরকারি হাসপাতালে যান। এ সময় চিকিৎসকরা তিনি করোনায় আক্রান্ত হতে পারেন ধারণা করে তাকে কিছু পরীক্ষা করিয়ে আনতে বলেন। এরপর ওই নারী পরীক্ষা না করিয়ে বাড়িতে চলে যান।