আজকের সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন অভিযান শুরু

মুজিববর্ষ উপলক্ষে নগরে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। কর্মসূচির শুরুর দিনে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) মাজার সড়কে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় ফগার মেশিনে মশক নিধনের ওষুধও ছিটান।

এর আগে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’- স্লোগানে নগর ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে দরগাহে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি, ড্রেন পরিষ্কার এবং মশক নিধনের জন্য মশার ওষুধ ছিটানো হয়।

তখন মেয়র আরিফ বলেন, এ অভিযান ক্ষণস্থায়ী ব্যবস্থা নয়, এটি চলবে বছরব্যাপী। মশক নিধন, রাস্তা-ঘাট পরিষ্কার করা এবং খাল ও ছড়া পরিষ্কার করার মধ্য দিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা হবে।

নগরবাসীকে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আঙিনা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে সিলেট সিটির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, সিসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

Close