শীর্ষ খবর

২৫ মার্চ রাত ৯টায় ১ মিনিট ব্ল্যাকআউট

আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাকআউট (বাতি নিভিয়ে অন্ধকার) পালন করবে দেশ।

বুধবার এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এবং যানবাহন ছাড়া কালো রাত বা গণহত্যা রাতের স্মরণে এটি পালন করা হবে।

সচিবালয়ে গণহত্যা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান সীমিত আকারে করা হবে। ২৬ মার্চ কোথাও গণজমায়েত না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। ওইদিন আউটডোরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। ‘

২৬ মার্চে তোপধ্বনি সারা দেশে একই সময়ে করার জন্য অনুরোধ জানান মন্ত্রী।

আরও সংবাদ

Close