শীর্ষ খবর
দেশে ফিরলো ভারতে কোয়ারেন্টাইনে থোকা ২৩ শিক্ষার্থী
ভারতের দিল্লীতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে ২৩ জন বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরেছেন।
শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৫৬ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শিক্ষার্থীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
চীনের উহান থেকে এসব শিক্ষার্থীদের ভারত সরকার নিজ উদ্যোগে দিল্লিতে নিয়ে আসে। দিল্লীর ৪০ কিলোমিটার দূরে তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকার এসব শিক্ষার্থীদের সঙ্গে এবং ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রক্ষা করত। বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের সুস্থতার জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করে। কেউ করোনাভাইরাস দ্বারা সংক্রমিত না হওয়ায় ভারত তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।
শিক্ষার্থীদের ফেরত আনা ও অন্যান্য বিষয়ে ভারত সরকার যথেষ্ট উদারতা দেখিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।