শীর্ষ খবর

চার লাখ ছুঁইছুঁই আক্রান্তের সংখ্যা : প্রাণ গেল ১৭ হাজার মানুষের

মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী সাড়ে ১৭ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির থাবায় বিধ্বস্ত হয়ে উঠেছে ফ্রান্সের জনজীবন।

ইউরোপে করোনার প্রকোপে মৃত্যুর মিছিলে ইতালি-স্পেনের পর এবার আসছে ফ্রান্সের নাম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৬ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৬০ জন।

ইউরোপের উল্লিখিত তিন দেশে করোনার থাবায় গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২২৩ জনের। এর মধ্যে ফ্রান্সে ১৮৬ জন ছাড়াও ইতালিতে মারা গেছেন ৬০২ জন। তাছাড়া স্পেনে আরও ৪৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ভাইরাসটি অঞ্চলটিতে আরও দ্রুত ছড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৯৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭৯ হাজারের অধিক মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ১৬ হাজার ৫২৪ জনে পৌঁছেছে।

আরও সংবাদ

Close