শীর্ষ খবর

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক দান ক্রিকেটারদের

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এসেছে টাইগাররা। নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

করোনা ইস্যুতে সবমিলিয়ে মোট ২৭ জন ক্রিকেটার তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অঙ্কের পরিমাণ ৩১ লাখ টাকা। তবে কর বাবদ ৫ লাখ টাকা বাদ দিয়ে তা দাঁড়িয়েছে ২৬ লাখ টাকায়।

বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি জানান, করোনা ইস্যুতে ২৭ ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দিচ্ছে। শুধু তারাই নয় এর বাইরে অনেক ক্রিকেটারই টাকা দিতে ইচ্ছুক।

তার দেওয়া তথ্যমতে, করোনা ইস্যুতে জাতীয় দলের ক্রিকেটাররা তাদের মাসিক বেতনের অর্ধেক দান করেছেন। মোট ২৭ জন ক্রিকেটার ৩১ লাখ টাকা দিচ্ছেন। তবে ট্যাক্স কাটার পর পরিমাণটি গিয়ে দাঁড়াবে ২৬ লাখ টাকায়।

আরও সংবাদ

Close