আজকের সিলেট

রায়হান হত্যাকাণ্ড : রিমাণ্ড শেষে কারাগারে কনস্টেবল হারুন

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান হত্যা মামলায় দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে কনস্টেবল হারুনুর রশিদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১ নভেম্বর) বিকেল পৌনে চারটায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিএমএম আদালতে হাজির করে পিবিআই।

এসময় শোনানি শেষে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এর আগে গত ২৪ অক্টোবর কনস্টেবল হারুন রশিদকে গ্রেপ্তার করে পিবিআই ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড করে করেন। পরে গত ২৯ অক্টোবর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে তিন দিনের রিমান্ডে নেয় পিবিআই।

এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহীর ৫ দিনের রিমান্ডে রয়েছেন এবং দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আগেই কারাগারে পাঠিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

আরও সংবাদ

Close