শীর্ষ খবর

করোনাভাইরাসের প্রাদুর্ভাব : মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশে সভা-সমাবেশ, ওয়াজ-মাহফিলসহ জনসমাগম হয়- এমন যেকোনো অনুষ্ঠান বন্ধে মাঠপ্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

যদি সারাদেশ অবরুদ্ধ হয় তাহলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কীভাবে পাওয়া যাবে- এমন প্রশ্ন এখন রাজধানীবাসীসহ সারাদেশের মানুষের। সরকার বলছে, এখনও পুরো দেশে লকডাউন ঘোষণার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে যদি হয়েও যায় তারপরও যেকোনো মূল্যে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখবে সরকার। এজন্য পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, করোনাভাইরাসের কারণে নিত্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়েনি। বরং অন্যান্য বছরের তুলনায় এবার ২৫-৩০ শতাংশ পণ্য বেশি মজুত রয়েছে। তাই ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনে অযথা অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে করোনাভাইরাসকে পুঁজি করে কোনো অসৎ ব্যবসায়ী যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পরে সেজন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৮ মার্চ) এ সংক্রান্ত এক চিঠি দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও সংবাদ

Close