শীর্ষ খবর

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন।’

৩০ মার্চ, সোমবার দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত সংবাদ সম্মেলন শেষে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আগে থেকে প্রস্তুতি নিয়েছিল বলে আমরা ভালোভাবে মোকাবিলা করছি। আমাদের ডাক্তার, নার্স সাবই মিলে কাজ করে যাচ্ছে। কারো কোনো সমস্যা হলে আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন।’

এর আগে আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে করোনার সবশেষ পরিস্থিতি জানান।

এ সময় ডা. মীরজাদী ফ্লোরা জানান, এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৩৮টি। মোট শনাক্ত করা হয়েছে ৪৯ জন করোনা রোগী।

তিনি আরো বলেন, নতুন করে আরো ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের একজনের বয়স ৮০ বছরের উপরে। আরো দুজনের বয়স ৬০ এর উপরে। এ পর্যন্ত মোট ১৯ জন সুস্থ হয়েছেন।

আরও সংবাদ

Close