আন্তর্জাতিক

মৃত্যু সংখ্যা ১ লাখের নিচে রাখতে পারলে ‘ভাল কাজ’ হবে : ট্রাম্প

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে ‘সম্মিলিতভাবে করা খুব ভাল কাজ হবে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে লাখ লাখ লোক আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্তত দুই লাখ মারা যেতে পারেন বলে বিশেষজ্ঞদের আশঙ্কার পরই ট্র্রাম্প এ স্বীকারোক্তি দেন।

পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য জাতীয় পর্যায়ে আরোপিত বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ডা. অন্থনি ফাউসি বলেন, এই বৈশ্বিক মহামারী যুক্তরাষ্ট্রে এক থেকে দুই লাখ মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে ১ লাখ ৪২ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪৯০ জন। আক্রান্তদের মধ্যে আশংকাজনক অবস্থায় আছেন ২ হাজার ৯৭০ জন। দেশটি মাত্র ৪ হাজার ৫৬২ জনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে।

আরও সংবাদ

Close