আজকের সিলেট

সিলেটে মারা যাওয়া কিশোরী করোনায় আক্রান্ত নয়

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়ার পরপরই ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের একটি উপজেলা থেকে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। সেই সাথে তার সমস্ত শরীর ফোলা ছিল। তারপর ডাক্তাররা এসে অক্সিজেন লাগান। এরপর দুপুর দেড়টার তিকে তিনি মারা যান।

ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান আরও বলেন, মেয়েটি বা তার পরিবারের কোনো বিদেশফেরত বা তাদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি। দুই মাস আগে থেকেই তার শরীর অসুস্থ ছিল।

তার মৃত্যুকে স্বাভাবিক জানিয়ে ওসমানী হাসপাতালের পরিচালক বলেন, পরীক্ষার জন্য তার নমুনা রাখার প্রয়োজন নেই। আর সে সন্দেহভাজনও ছিল না। তার জানাজাও স্বাভাবিক নিয়মে হবে।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ওই কিশোরির পরিবারের দেয়া তথ্যমতে- সে আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিল। এ জন্য তার করোনাভাইরাস পরীক্ষার দরকার নেই। কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

Close