শীর্ষ খবর
ইনডিপেনডেন্টের সাংবাদিক করোনায় আক্রান্ত : ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ইনডিপেনডেন্ট টেলিভিশনে কর্মরত আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে’।
‘গত ২৬ মার্চ তার শরীরে জ্বর দেখা দেওয়ায় তাকে সেদিনই ছুটি দেওয়া হয়। এছাড়া সতর্কতা হিসেবে এরই মধ্যে তার সংস্পর্শে আসা আরো ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দুদিন আগে তিনি রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের হট লাইনে যোগাযোগ করলে দুর্ভাগ্যবশত তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।’