সিলেটের টুকরো খবর

অটোরিকশায় গ্রীল লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

সিএনজি অটোরিকশায় গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতি। রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, ট্যাক্সি, ট্যাক্সি কার মালিক সমিতির সভাপতি শাহ মো. দিলওয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচী চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (২০৯৭) এর সভাপতি খলিল খান, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছির আলী, সেক্রেটারী সাদেক খান, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর প্রচার সম্পাদক মোহাম্মদ আলী।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, ট্যাক্সি, ট্যাক্সি কার মালিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন ইকবাল আহমদ শাহাব, জালাল আহমদ, বুলবুল আহমদ, সাব্বির আহমদ,ইয়াহইয়া, বেলাল আহমদ, আনছার আলী, এহসানুল হক সানু, ইউসুফ আলী, জাকির খান, মো. সুনা মিয়াসহ মালিক প্রমুখ।

আরও সংবাদ

Close