আজকের সিলেট

সিলেটে নমুনা পরীক্ষা করা ২৪ জন করোনামুক্ত : কোয়ারেন্টাইনে ১৫৭ জন

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার দ্বিতীয় দিনে আরও ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এসব নমুনার ফলাফলে কারো মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েনি।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার ৯৪ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। তাদের নমুনায়ও করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।

এদিকে, সিলেট বিভাগের চার জেলায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ১৫৭ জন। বর্তমানে সিলেটে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন মোট ৫৯৫ জন। এছাড়া ৫০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এমন তথ্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ১৩৯ জন ও মৌলভীবাজার জেলায় ৯ জন আছেন। আরও ৯ জনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় আরও ৫০ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারে ৩ জন।

আরও সংবাদ

Close