সারা বাংলা

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের খবর সত্যি নয় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি হচ্ছে। এই খবরটি সঠিক নয়। সরকার এই ধরনের কোনো ব্যবস্থা করেনি।’

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

এসময় জাহিদ মালেক বলেন, সবার জন্য একই চিকিৎসা এবং একই হাসপাতাল রাখা হয়েছে। কোনো হাসপাতালই লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। যে সব হাসপাতালে সরকার ওষুধ দিয়ে থাকে সেগুলো এখনো অব্যাহত আছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা লক্ষ করছি, বেশ কিছু হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের বেশ কিছু চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং তাদের সুস্থতা কামনা করি। কারণ তারাই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছেন।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close