শীর্ষ খবর

পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা কিছু টাকা ফেরত পাবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা ফরম পূরণের জন্য যে অর্থ দিয়েছিলেন, পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা এর কিছু অংশ ফেরত পাবেন।

শনিবার (৩০ জানুয়ারি) পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় চলতি বছর সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, যেহেতু এবার সবাই পাস করেছে, সেহেতু সবার হয়তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্ভব হবে না। সবাইকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাও তো নয়। আমাদের আরও নানা রকম শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কারিগরি শিক্ষার অনেক জায়গা আছে। সেখানে জায়গা খালি থাকে, কিন্তু আমরা শিক্ষার্থী পাই না। এবার আশা করি সেদিকে অনেকেই যেতে উদ্বুদ্ধ হবে। এটা তাদের জন্যও ভালো, দেশের জন্যও ভালো।

তিনি বলেন, আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে গত বছর যে সুযোগ ছিল, এবারও স্বাভাবিকভাবে যতটুকু বেড়েছে ততটুকুই। তাতে যারা জিপিএ-৫ পেয়েছে তারাসহ সবাইকে এই পর্যায়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। কাজেই সেখানে তারা তাদের মেধার পরিচয় দিয়ে, স্বাক্ষর দিয়েই ভর্তির সুযোগ পাবে।

আরও সংবাদ

Close