আজকের সিলেটহবিগঞ্জ
করোনায় হবিগঞ্জের শিশুর মৃত্যু
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (সন্ধ্যায়) হাসপাতালের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। সে চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের সন্তান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়।
তিনি আরও জানান, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। এ সমস্যা নিয়ে তার পরিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।
এসকল হাসপাতাল থেকে শিশুটি করোনা সংক্রমিত হতে পারে ধারণা করে আরএমও বলেন, বিকেলে হবিগঞ্জ থেকে ফোন করে জানানো হয় করোনা পজিটিভ একটি শিশুকে সিলেটের প্রেরণ করা হচ্ছে। পরে সন্ধ্যার দিকে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরই মারা যায়।