আজকের সিলেট
স্ত্রী-সন্তানসহ করোনামুক্ত হলেন মেয়রের পিএস ইমন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) মুহিবুল ইসলাম ইমন করোনামুক্ত হয়েছেন।
তৃতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে তার। শুধু তিনিই নন, তার স্ত্রী ও শিশু সন্তানও করোনা থেকে মুক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিষয়টি মুহিবুল ইসলাম ইমন নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৩ মে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সিসিকের মেয়রসহ ১০ জনের করোনা শনাক্তকরণ পরীক্ষা করানো হয়। পরীক্ষায় মুহিবুল ইসলাম ইমন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
পরে তার স্ত্রী ও বাচ্চারও করোনা শনাক্তকরণ পরীক্ষা করানো হলে তারাও পজিটিভ হিসেবে ধরা পড়েন।
মুহিবুল ইসলাম ইমন বলেন, ‘তৃতীয়বার করোনা পরীক্ষা করিয়ে করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছি। আমার স্ত্রী ও শিশু বাচ্চাও এখন সুস্থ। আমার বাচ্চা মাত্র ১২ দিন বয়সে আক্রান্ত হয়েছিল। আল্লাহর রহমতে সে এখন সুস্থ আছে। আমরা সবাই সুস্থ আছি।’





