শীর্ষ খবর

সংসদে করোনার ভয়াল থাবা : ১৫ এমপি, ৯৫ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত

জাতীয় সংসদে ভয়াল থাবা বসিয়েছে করোনা। প্রাণঘাতি এই ভাইরাসে এ পর্যন্ত ১৫ জন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ৯৪ জন কর্মকর্তা-কর্মচারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, সংসদের চলতি বাজেট অধিবেশনের আগামী চারটি বৈঠকে যেসব সংসদ সদস্যরা অংশ নেবেন তাদের করোনা টেস্ট শুরু করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে। ১৮ জনের টেস্টের রিপোর্টে পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত সর্বমোট ৯৪ কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন।

আরও সংবাদ

Close