আজকের সিলেট

সিলেটে ৫ মাত্রার ভূমিকম্প

তিন মাসে ৩টি ভূমিকম্প ঘটলো ডেঞ্জার জোন সিলেটে। আজ রোববার বিকেল ৪টা ৪৬ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে লোকজন বাসা-বাড়ি থেকে দ্রুত বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেন। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রিখটার স্কেলে রোববারের ভূমিকম্পের মাত্রা ছিলে ৫ দশমিক ১।

রোববার ছিলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সারাদেশের মতো সিলেট থেকেও দেখা যায় এ সূর্যগ্রহণ। দুপুরে সূর্যগ্রহণ শেষ হওয়ার পর এবার ভূমিকম্প অনুভূত হলো।

এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। ফলে মৃদু ভূমিকম্পেও এই এলাকায় আতঙ্ক দেখা দেয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের পূর্বে ভারতের মিজোরাম রাজ্যের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূতলের ৪০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫ দশমিক ১।

এর আগে গত ২৫ মে ঈদের দিন রাত ৮টা ৪৩ মিনিটের দিকে সিলেটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কি.মি. উত্তরপূর্বে ভারতের কাকচিং-এ।

এরও আগে গত ১৪ এপ্রিল সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাটে।

আরও সংবাদ

Close