আজকের সিলেট

বিশ্বনাথে ডাকাতদের গুলিতে ৫ পুলিশ আহত : গ্রেফতার ১

সিলেটের বিশ্বনাথে পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কুড়িখলা সেতুর পাশে এ গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে এক এসআই, দুই এএসআই ও দুই কনস্টেবল রয়েছেন।

তারা হলেন পুলিশের এসআই দেবাশীষ শর্ম্মা, এএসআই পরিমল চন্দ্রশীল, এএসআই জামাল খান, কনস্টেবল আবদুল হক ও আবুল কালাম। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন তারা।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, চারটি শাবল, দুটি ব্যাগ ও একটি ভেল্টব্যাগসহ এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত আকুল মিয়া (২৮) উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের ইদ্রিছ আলীর ছেলে।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি এক ডাকাতকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করবে বলেও জানান পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

আরও সংবাদ

Close