শীর্ষ খবর

সারাদেশে ৪৩ জনের মৃত্যু : শনাক্ত ৩৮০৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জন মারা গেছেন।  এ পর্যন্ত মারা গেলেন ১৭৩৮ জন।

নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮০৯ জন।  এপর্যন্ত শনাক্ত হলেন ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।

আজ সুস্থ হয়ে উঠেছে ১৪০৯ জন।  এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।

আজ ২৮ জুন, রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৩৪টি। আগের দিনের নমুনাসহ পরীক্ষা হয় ১৮ হাজার ৯৯টি নমুনা।  এর মধ্যে ৩ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ২১.০৫ শতাংশ।

এখন পর্যন্ত মোট ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করে দেশে ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।  পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৮৭ শতাংশ।

একই সময়ে ১ হাজার ৪০৯ জন সুস্থসহ মোট ৫৫ হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও বুলেটিনে জানানো হয়।  সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে দেশ ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর হার ১.২৬ শতাংশ।  নতুন মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১৪ জন।

আরও সংবাদ

Close