শীর্ষ খবর

ভালুকা-নান্দাইলে পৃথক দূর্ঘটনায় ৮ জনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এদিকে, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‍দুই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। উপজেলার যশোরা এলাকায় বিকল হয়ে থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে আজ ২২ আগস্ট, শনিবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন— সাইদুল (৪২) ও মোস্তাকিম (২০)। এরা দুজনেই গরু ব্যবসায়ী। তারা কুড়িগ্রামের রৌমারী উপজেলা থকে গরু কিনে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ।

তিনি জানান, রৌমারী থেকে গরুবাহী একটি ট্রাক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় যাচ্ছিল। সকাল  ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নান্দাইল উপজেলার যশোরা নামক স্থানে বিকল হয়ে থাকা অপর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়।

এসময় ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ময়মনিসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও সংবাদ

Close