আজকের সিলেট
কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান : ৪৩ লাখ টাকা জরিমানা
সিলেটের কোম্পানীগঞ্জে রেলওয়ের সংরক্ষিত বাংকার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ধলাই নদীর বুধবারী বাজার, লিলাই বাজার, দয়ার বাজার, ১০ নম্বর তীরবর্তী স্থান ও সংরক্ষিত বাংকার এলাকার কুঠির নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযান চালায়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে এ অভিযানে লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে ১৩টি নৌকাকে ২ লক্ষ টাকা করে মোট ২৬ লক্ষ টাকা জরিমানা ও লিজকৃত জায়গা থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনের দায়ে ১৭টি নৌকাকে ১ লক্ষ টাকা করে মোট ১৭ লক্ষ টাকা জরিমানা করা হয়।