আন্তর্জাতিকশীর্ষ খবর

বিশ্বে করোনা আক্রান্তে ২য় ভারত

পুরোপুরি বিপর্যস্থ অবস্থা ভারতের। মহামারী করোনা রোগী শনাক্তের সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে ২ স্থানে গিয়েছে ভারত। দেশটির বর্তমান অবস্থান করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরেই।

সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে দেশটিতে নতুন করে আরো ৯০ হাজার ৮০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি বিশ্বে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড। দ্বিতীয় দিনের মত দেশটিতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়ালো।

এতে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে এক হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭১ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে।

তবে আশার খবরে দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩২ লাখের বেশি মানুষ।

আরও সংবাদ

Close