আজকের সিলেটমৌলভীবাজার
কুলাউড়ায় ১১ বছরের শিশু বলাৎকারের শিকার
মৌলভীবাজারের কুলাউড়ায় ১১ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। মোবাইলের মিনিট কার্ড এনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে বলাৎকার করা হয়।
গত ৩ সেপ্টেম্বর কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার শিশুটির নানি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর দুপুরে আহমদ আলী নামে এক বখাটে মোবাইলের মিনিট কার্ড এনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে একটি নির্জন ঘরে শিশুটিকে বলাৎকার করে সে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়।
শিশুটির নানি বলেন, মা প্রবাসে থাকায় শিশুটি নানার বাড়িতে বসবাস করে। সে স্থানীয় মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। এতটুকু শিশুর সঙ্গে এমন খারাপ কাজ করা হয়েছে। সে এলাকায় লজ্জায় মুখ দেখাতে পারে না। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার সাক্ষী রকিব মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। মামলার সাক্ষী হওয়াতে অভিযুক্ত আহমদ আলী নানাভাবে আমাকে হুমকি দিচ্ছে।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, আসামিকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।