আজকের সিলেট

বাড়িতেই আইসোলেশনে আছেন মেয়র আরিফ

করোনায় আক্রান্ত হয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজ নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ্‌ তিনি সুস্থ আছেন। কোন অসুবিধা নেই। কোন উপসর্গও নেই। বর্তমানে বাসাতেই আছে।’ মেয়রের জন্য নগরবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এদিকে সিসিকের প্রধান প্রকৌশলীর শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চাইলে তিনিও সুস্থ আছেন এবং বাসাতেই আছেন বলে জানান মুহিবুল ইসলাম ইমন।

এর আগে বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের করোনা পজিটিভ ধরা পড়ে।

অপরদিকে বৃহস্পতিবার রাতে মেয়রের করোনা শনাক্তের খবর আসলেও মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার সারাদিন অফিস করেছেন। অফিসে নিয়মিত কাজের পাশাপাশি তাকে বিভিন্ন করফারেন্সে যোগ দিতে দেখা গেছে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ জানান- গত তিন-চারদিন থেকে মেয়র আরিফ হালকা জ্বর ও সর্দি কাশিতে ভোগছিলেন। যদিও আজ জ্বর-কাশি আগের তুলনায় কম ছিল। যে কারণে অফিস করেছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে জানান।

আরও সংবাদ

Close