আজকের সিলেট

আইনজীবী পায়নি মাসুম-তারেকও : ৫ দিনের রিমাণ্ড

এমসি কলেজের ছাত্রাবাসের গৃহবধূ ধর্ষণের ঘটনায় মাহফুজুর রহমান মাসুম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

এসময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রানীল ভট্টাচার্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানী শেষে আদালতের বিচারক আবুল কাশেম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওই সময় আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।

সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক মাহফুজুর রহমান মাসুমের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় তার পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে রাষ্ট্রপক্ষের হয়ে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এদিকে, সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ মামলার এজাহাভুক্ত আসামি তারেকুল ইসলাম তারেককে (২৮) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের শাহপরান থানা-পুলিশ তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদনে পরিপ্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক আবুল কাশেমের আদালত।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তারেকুল ইসলাম তারেককে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানিকালে আসামি তারেকের পক্ষেও কোনো আইনজীবি শুনানিতে অংশ নেননি। তবে বাদিপক্ষে স্বপ্রণোদিত হয়ে শতাধিক আইনজীবি অংশ নেন।

আরও সংবাদ

Close