আজকের সিলেট

সিলেটে ছিনতাই করে পালানোর সময় ৩ দুর্বৃত্ত আটক

সিলেটে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ক্যামেরা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা।

রোববার (৪ অক্টোবর) রাত সোয়া ৯টায় চামাউড়াকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সিলেটের গোয়াইনঘাটের শাহপুর এলাকার সুরুজ আলীর ছেলে মিজান, বিশ্বনাথের ইলামগাঁও এলাকার নজিব উল্লাহ’র ছেলে জিল্লুর রহমান এবং গোয়াইনঘাটের আঙ্গারজুর এলাকার ছিকন্দর আলীর ছেলে ইকবাল হোসেন।

পুলিশ জানায়, এসএমপির জালালবাদ থানার চামাউড়াকান্দি এলাকার ইকবালের দোকানের সামনে থেকে গোয়াইনঘাটের টেকনাগুল এলাকার মৃত মো. ফজল মিয়ার ছেলে মো. নাছির উদ্দিনের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহযোগীয় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পরে ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই হওয়া ১টি ডিএসএলআর ক্যামেরা ও ১টি স্যামসাং মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১ টি সিএনজি উদ্ধার করে পুলিশ।

ছিনতাইয়ের ঘটনায় মো. নাছির উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা মামলা (নং-০৯)দায়ের করেছেন।

আরও সংবাদ

Close