শীর্ষ খবর

৫ গুণ লাভের আশায় বিষাক্ত স্যানিটাইজার বাজারে ছাড়লো এসিআই!

ইথানলের পরিবর্তে বিষাক্ত মিথানল ব্যবহার করে স্যাভলনের নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে এ পণ্যের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি এসিআই লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে বাজার থেকে পণ্যটি প্রত্যাহার করতে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির মিরপুরের ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে চলা এই অভিযানে ওই ডিপোতে থাকা ২০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে।

সারোয়ার আলম বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথানল পাওয়া যায়। নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষা-নিরীক্ষার করে দেখা হবে।

প্রসঙ্গত, স্যাভলনের এই পণ্যটি তৈরি হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে এসিআইয়ের নিজস্ব কারখানায়। এর আগে গত ৪ অক্টোবর গাজীপুরে এসিআইয়ের একটি ডিপোতে অভিযান চালিয়েও স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে মিথানল পেয়েছিল র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

হ্যান্ড স্যানিটাইজারে যেখানে ব্যবহার করার কথা আইসোপ্রোপাইল অ্যালকোহল ও ইথানল, দেশের নামি প্রতিষ্ঠান এসিআই কোম্পানি তাদের স্যাভলন ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজারে সেখানে ব্যবহার করছিল বিষাক্ত মিথাইল অ্যালকোহল বা মিথানল। মিথানল শুধু বিষাক্তই নয়, ত্বকের জন্যও এটা বেশ ক্ষতিকর। মিথানল পান করলে মানুষের মৃত্যুও হতে পারে। মিথানলের দাম ইথানলের পাঁচ ভাগের একভাগ। এ কারণে বাড়তি লাভের আশায় এসিআই কোম্পানি তাদের স্যানিটাইজারে বিষাক্ত ওই উপাদানটি ব্যবহার করে যাচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের তিনটি ব্যাচের পণ্যে ক্ষতিকর মিথানল পাওয়া গেছে। নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। স্যাভলনের এই পণ্যটি তৈরি হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে এসিআইয়ের নিজস্ব কারখানায়।

এর আগে গত ৪ অক্টোবর জনস্বার্থ বিবেচনায় বাজারে থাকা বিভিন্ন কোম্পানির ১৪টি হ্যান্ড স্যানিটাইজার ল্যাবে নিয়ে পরীক্ষা করে র‌্যাব। ওই পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, এসিআইয়ের স্যাভলন ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজারে রয়েছে বিষাক্ত মিথানলের উপস্থিতি। এরপর অভিযান চালিয়ে এসিআইয়ের গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত কারখানাটি সিলগালা করেন দেন র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। কারখানাটিকে ১৭ লাখ টাকা জরিমানাও করা হয়।

র‌্যাবের অনুসন্ধানে দেখা গেছে, স্যাভলন ব্র্যান্ডের এই হ্যান্ড স্যানিটাইজারে উৎপাদনকারী কারখানার যে ঠিকানা দেওয়া হয়েছে, বাস্তবে সেখানে এসিআইয়ের কোনো কারখানার অস্তিত্ব পাওয়া যায়নি। জনস্বার্থ বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ১৪টি স্যানিটাইজার পণ্য ল্যাবে নিয়ে পরীক্ষা করে র‌্যাব। এর মধ্যে কয়েকটিতে ২ থেকে ৪ শতাংশের মতো বিষাক্ত মিথানলের অস্তিত্ব পাওয়া গেছে। কিন্তু এসিআইয়ের স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার পুরোটাই মিথানল দিয়ে বানানো। অথচ প্রতিষ্ঠানটি স্যানিটাইজারের প্যাকেটে উল্লেখ করেছে ইথানল ও আইসোপ্রোপাইল অ্যালকোহলের কথা।

র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘প্রথমে ভেবেছি, ল্যাবে যে পণ্যটি পরীক্ষা করেছি হয়তো সেটিতে ভুলে মিথানল ব্যবহার করা হয়েছে। তাই নিশ্চিত হতে প্যাকেটের গায়ে উল্লেখ করা ঠিকানায় কারখানার খোঁজ করি। কিন্তু বাস্তবে ওই ঠিকানায় কোনো কারখানার অস্তিত্ব পাওয়া যায়নি। এটি অনেক বড় একটি প্রতারণা।’

আরও সংবাদ

Close