শীর্ষ খবর
মৃত্যু সর্বনিম্ন রেকর্ড গড়লেও বাড়ছে শনাক্ত
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। যা কত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৮৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে ৪ মাসের (১৩৮ দিন) মধ্যে সবচেয়ে কম প্রাণহানি। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৫৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ৮৪ লাখ ১১ হাজার ৫৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ লাখ ৯১ হাজার ৬২৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ১২৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৯৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন।
মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এটাকে অনেক বিশেষজ্ঞ দ্বিতীয় ঢেউয়ের আভাস হিসেবে দেখছেন।