আজকের সিলেট

সিলেটে ২৪ ঘন্টায় শনাক্ত ৫১ : মৃত্যু ১ জনের

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এছাড়া এই সময়ে ৩৬ জন রোগী হয়েছেন সুস্থ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের প্রাপ্ত তথ্যানুয়ায়ী, বিভাগে নতুন শনাক্ত ৫১ জন রোগীর মধ্যে সিলেট ২৭ ও মৌলভীবাজার ৫ জন। এদিন বিভাগের হবিগঞ্জ ২ ও সুনামগঞ্জে ১ জন নতুন রোগী হয়েছেন শনাক্ত।

এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আরও ১৬ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনার উপস্থিতি।

এদিকে গত ২৪ ঘণ্টার সুনামগঞ্জ ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ না হলেও ৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন হবিগঞ্জে। সুস্থ হওয়া ৩৬ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৩২ জন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৩ হাজার ১০৯ জন। এর মধ্যে সিলেট অর্ধেকেরও বেশি ৭ হাজার ২১২ জন।

এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৭২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭৮ জন ও মৌলভীবাজারে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪৭ জন । বিভাগের ৪ জেলায় বর্তমানে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৩ জন করোনা আক্রান্ত রোগী। এছাড়া মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।

আরও সংবাদ

Close