শীর্ষ খবর

দুই সিটিতে পুনরায় নির্বাচন দাবি ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার দুই সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। নির্বাচনে ৭-৯ শতাংশ লোকও ভোট দেয়নি। কারণ সরকার এবং নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা নেই। নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে গুলশানের ইমানুয়েলস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিটি করপোরেশন নির্বাচন পরিবর্তী এ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে যে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় এখন ভিন্ন কৌশলে নতুনরূপে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে।

আরও সংবাদ

Close