আজকের সিলেট
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মেয়র আরিফ
বুকে তীব্র ব্যাথা নিয়ে হাসপাতালে যেতে হয়েছে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে। সেখানে দীর্ঘ পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে নিরবিচ্ছিন্ন বিশ্রামের পরামর্শ দিয়ে বাসায় পাঠিয়েছেন চিকিৎসরা।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। নগরের নূরজাহান হাসপাতালে সকাল পৌনে ১০টায় নেওয়ার পর ইসিজি ও ইকো সহ সম্পন্ন করা হয় অন্যান্য পরীক্ষা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে মেয়র মহোদয় জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি উপস্থিত থেকে তদারকি করতে আসেন। কিন্তু হঠাৎ বুকে ব্যাথা অনুভূত হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দীর্ঘ ৪ ঘন্টা পরীক্ষা নিরীক্ষা শেষে মেয়রকে নিরবিচ্ছিন্ন বিশ্রামের জন্য বাসায় প্রেরণ করা হয়েছে।