আজকের সিলেট

সিলেটে চিকিৎসকসহ ৭ জনের করোনা শনাক্ত : সুস্থ ৪২

সিলেটে গত ২৪ ঘন্টায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে ৫জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের পিসিআর ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৫ জন।

এ তথ্য নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় ও শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

শনিবার শাবির ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষা করে ৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে সিলেটের ৪ ও সুনামগঞ্জের ১ জন। ওসমানীর ল্যাবে করোনা সনাক্ত দুইজনই সিলেটের। এর মধ্যে একজন চিকিৎসক।

এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৪২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৩৪ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ২ এবং মৌলভীবাজারের দুজন রয়েছেন। আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৭ জন। এরমধ্যে সিলেট জেলার ৬ হাজার ১৬৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৭৫ জন, হবিগঞ্জে ১৫০৩ জন এবং মৌলভীবাজারের ১৬২৮ জন সুস্থ হয়েছেন।

একই সময়ে সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে রোববার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১৬৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২১ জন।

আরও সংবাদ

Close