আজকের সিলেট

১২২তম জন্মবার্ষিকীতে সিলেটে কবি নজরুলের প্রতি শ্রদ্ধা

সিলেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে কবির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

প্রতিবারের ন্যায় এবারো শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে সিলেট নজরুল পরিষদ।

মঙ্গলবার সকাল ১০টায়, রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে জাতীয় কবির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, সম্মিলিত নাট্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, চিত্রশিল্পী সমন্বয় পরিষদ, কথাকলি সিলেট, শ্রুতি সিলেট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সিলেট বিভাগ, লিটল থিয়েটার, থিয়েটার একদল ফিনিক্স।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট নজরুল পরিষদের সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকু, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ। চিত্রশিল্পী সমন্বয় পরিষদ এর পক্ষে বক্তব্য রাখেন- শামসুল বাসিত শেরো, নজরুল সংগীত শিল্পী পরিষদ এর পক্ষে বিজন রায়, আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল, সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু, রবীন্দ্র সঙ্গীতশিল্পী রানা কুমার সিনহা প্রমুখ।

আলোচনাপর্বের সঞ্চালনায় ছিলেন- সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

প্রতিবছর নজরুল চত্ত্বরে এই আয়োজন করা হলেও এবার করোনা ও চত্বর অপরিচ্ছন্ন এবং ব্যবহার উপযোগী না হওয়ায় মুক্তমঞ্চে এই আয়োজন করা হয় বলে জানান নজরুল পরিষদের দায়িত্বশীলরা।

আরও সংবাদ

Close