আজকের সিলেট

সিলেটে মেটলাইফের ম্যানেজারের দুর্নীতির প্রতিবাদে কার্যালয় ঘেরাও

সিলেটে ইন্স্যুরেন্স কোম্পানি মেটলাইফ এর কবির খান এজেন্সির ম্যানেজারের নানা অনিয়ম ও অবৈধভাবে দুই ইউনিট ম্যানেজারের চুক্তি বাতিলের প্রতিবাদে কার্যালয় ঘেরাও করেছেন ফিনান্সিয়াল এসোসিয়েট ও ইউনিট ম্যানেজাররা। তারা আগামী ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সিলেটের সকল এজেন্সি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর চৌহাট্টায় কবির এজেন্সির অফিসে এ কর্মসূচি পালন করেন প্রায় অর্ধশত কর্মী।

আন্দোলনকারীদের অভিযোগ, এজেন্সি ম্যানেজার কবির খান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও প্রতিষ্ঠানের নীতিমালাবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব দুর্নীতির প্রতিবাদ করায় দুই ইউনিট ম্যানেজারকে চাকরিচ্যুত করেন তিনি। এমনকি তিনি তাদের বাসায় গিয়েও প্রাণনাশের হুমকি দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, একাধিকবার কোম্পানির উর্ধতন কর্তৃপক্ষকে জানালেও বিচার পাননি তারা। ঘেরাও কর্মসূচি থেকে তারা চাকরিচ্যুত দুইজনকে পূনর্বহাল ও কবির খানের বিভিন্ন অনিয়মের বিচার দাবি করেন।

ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মো. শহিদুজ্জামান, মো. রাসেলুজ্জামান, মো. মিজানুর রহমান, শীলা দে, জুবের আহমদ, তাহমিনা আক্তার, মো. সুমন, ওয়াহিদ আকিল, তাজুল ইসলাম, আলী হোসেনসহ শতাধিক ভুক্তভোগী ফিনান্সিয়াল এসোসিয়েট ও ইউনিট ম্যানেজারবৃন্দ।

আরও সংবাদ

Close