শীর্ষ খবর

অভিযোগ আসলে কোনো ছাড় দেওয়া হবে না

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। আমাদের কাছে কোনো অভিযোগ আসলে অনিয়মে জড়িতদের দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই সিটি ভোট নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় বসে ইসি।

নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সিইসি বলেন, সবার নজর এখন ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটের দিকে। তাই আমরাও কঠোর অবস্থানে রয়েছি। এখন পর্যন্ত ভোটে উৎসবের আমেজ রয়েছে। এ জন্য এর যথাযথ গুরুত্ব বুঝে নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভোটের মাঠে যে কোনো অভিযোগ ভোটের মাঠেই সঠিকভাবে মিটিয়ে ফেলবেন।

এ সময় কাজে গাফিলতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আরও সংবাদ

Close