আন্তর্জাতিকশীর্ষ খবর

ইসরাইয়েলের সাথে সুসম্পর্ক চান এরদোগান

ইসরাইলের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই রয়েছে। এবার রাজনৈতিক সম্পর্কও ভালো করতে চায় তুরস্ক।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে তুরস্ক সুসম্পর্ক স্থাপন করতে চায়।এরইমধ্যে এ নিয়ে আলোচনাও চলছে। শুক্রবার জুম্মার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, ইসরাইলের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তির সঙ্গে তুরস্কের ইস্যু রয়েছে। যদি তাদের তুরস্ক নিয়ে কোনো ইস্যু না থাকতো, তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতো। এরপরই এরদোগান বলেন, আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

আরও সংবাদ

Close