আজকের সিলেট

সিলেটে ২৪ ঘন্টায় সুস্থ ৬০ : শনাক্ত ২৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮৪ জন।

এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৭৪৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১০, হবিগঞ্জে ১ হাজার ৮৩৪ এবং মৌলভীবাজারে ১ হাজার ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে ৬০ জনসহ  সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩১ জন। এরমধ্যে সিলেট জেলার ৬ হাজার ৭৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৪৯ জন, হবিগঞ্জে ১৫১৯ জন এবং মৌলভীবাজারের ১৬৮৭ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে বুধবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৩ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

বুধবার (৪ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৮৯ জন। এরমধ্যে ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২০ হাজার ৩৯ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৮৭৪ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬৫ জন।

আরও সংবাদ

Close