আজকের সিলেট

হঠাৎ জেঁকে বসছে শীত : শ্রীমঙ্গলে দ্রুত কমছে তাপমাত্রা

হঠাৎ জেঁকে বসছে শীত। প্রকৃতিতে বইছে মৃদু শৈত্য প্রবাহ। শৈত প্রবাহের কারণেই বেশ শীত অনুভূত হচ্ছে।

সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই প্রচুর কুয়াশায় দেখা যায়। রাতে ঠাণ্ডা বেড়ে যায়।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬. ২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯ টায় রেকর্ড করা হয় ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

শহরের বাসিন্দারা জানান, শীতের জন্য আগাম কোনো প্রস্তুতি ছিলো না। হঠাৎ রাত থেকে প্রচুর শীত পড়ছে। খুবই কষ্ট হচ্ছে।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর দেখা যায়, শহরের কেউই বাইরে নেই। শীতের কারণে দ্রুতই বাসায় ফিরে গেছে।

এছাড়া সিলেট নগরীতেও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কমতে থাকে তাপমাত্রা।

আরও সংবাদ

Close