আজকের সিলেট

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সিলেটে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে সরকারি, বেসরকারি পর্যায়ে পালন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।

আজ রোববার দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, পুলিশের সিলেট রেঞ্জ, মহানগর পুলিশ, জেলা পুলিশ, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনে সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা আওয়ামী লীগ সকাল ১১টার দিকে জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। এ সময় আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনার সংক্রমণ ও প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ চলছে।

দিবসটি উপলক্ষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এমসি কলেজ, সরকারি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। করোনা মহামারি থাকায় অনলাইনের মাধ্যমে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এদিকে, সিলেট জেলা প্রশাসন ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করেছে। সকল মসজিদে বাদ যোহর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মন্দির, গির্জায়ও হচ্ছে বিশেষ মোনাজাত।

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিটি করপোরেশন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের সকল উপজেলায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এর আগে, রোববার সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিবসটি উপলক্ষে কালো ব্যাজও ধারণ করা হচ্ছে।

আরও সংবাদ

Close