শীর্ষ খবর

শেখ হাসিনার জনসভায় ২৪ জনকে হত্যা মামলায় ৫ পুলিশের ফাঁসি

স্বৈরাচার এরশাদ সরকারের আমলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার আগে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা মামলার রায়ে পাঁচজনকে ফাঁসি দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। প্রায় তিন দশকেরও বেশি সময় পর এ মামলার রায় হলো।

দণ্ডপ্রাপ্ত ৫ আসামী হচ্ছে- সাবেক কনস্টেবল মোস্তাফিজুর রহমান (সাবেক কনস্টেবল), প্রদীপ বড়ুয়া, শাহ মো. আবদুল্লাহ, মমতাজ উদ্দিন ও সাবেক ইনসপেক্টর জে সি মণ্ডল।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শবু প্রকাশ বিশ্বাস আজ রায়ের পর বলেন, ৫৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। পৃথক আরেকটি ধারায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

১৯৮৮ সালের ২৪শে জানুয়ারির ওই ঘটনায় ২৪ জন মানুষ মারা যান।

আরও সংবাদ

Close