আন্তর্জাতিকসারা বাংলা
আসামের পর রংপুরে ভূমিকম্প
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের আসাম। আসামের বঙ্গাইগাঁওতে এই কম্পনের উৎসস্থল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কম্পনের মাত্রা ৫.০।
কম্পন অনুভূত হওয়াতেই আতঙ্কে বাড়ির বাইরে চলে আসেন বাসিন্দারা। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। সন্ধ্যা ৬.১৮ মিনিট নাগাদ এই কম্পন অনুভব করেন বাসিন্দারা। অনেকেই বাড়ি-ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েন। আতঙ্ক ছড়ায় জেলাগুলিতে।
এদিকে, বাংলাদেশের রংপুর ও আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূকম্পনের উৎপত্তি ভারতের আসামে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫। তবে এতে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।