সারা বাংলা

ময়মনসিংহে ৮ হাত-পা নিয়ে শিশুর জন্ম

চার হাত চার পা নিয়ে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের রফিকুল ইসলাম-তানজিলা আক্তার দম্পতির ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিশুটি জন্ম নেয়। জন্মের ৩০ মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছিল।

রফিকুল ইসলাম-তানজিলা আক্তার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের বাসিন্দা। নগরীর চরপাড়া এলাকার রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের সন্তানের জন্ম হয়। শিশুটির মৃত্যু হয় রাত সাড়ে ১০টায়।

বিষয়টি নিশ্চিত করেন রেডিয়াম ডায়াগনস্টিকস সেন্টার ও হাসপাতালের পরিচালক এমএন রয়েল। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে তানজিলা আক্তারের সিজার করার জন্য ভর্তি নেওয়া হয়। এফসিপিএস গাইনি সার্জন ডা. শারমীন সুলতানা রেখা প্রসূতির সিজার অপারেশন করেন। অপারেশনে ৮ হাত-পা’ওয়ালা একটি মেয়ে শিশুর জন্ম হয়। রাত সাড়ে ১০টায় নবজাতকটি মারা যায়।

রেডিয়াম ডায়াগনস্টিকস’র মালিক এসএম আমিরুল ইসলাম বলেন, হাসপাতালে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শুনেছি, শিশুটির মৃত্যুর পর তাকে পারিবরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close