আজকের সিলেট

সিলেটে একদিনে সুস্থ ৪২ : শনাক্ত ৩৭

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯৯৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৩, হবিগঞ্জে ১ হাজার ৮৬৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে আরো ৪২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ১৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭৩ জন, হবিগঞ্জে ১৫৪৯ জন এবং মৌলভীবাজারের ১৭০২ জন সুস্থ হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৮ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

আরও সংবাদ

Close