শীর্ষ খবর

পিবিআইর প্রতিবেদন প্রত্যাখ্যান মায়ের : শাবনূরের ক্ষোভ

চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রত্যাখ্যান করেছেন তার মা নীলা চৌধুরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছে পিবিআই। প্রতিবেদনে আত্মহত্যার বিষয়টি প্রমাণিত হয়।

এরপর এই তদন্ত প্রত্যাখ্যান করেন নীলা চৌধুরী।

এদিকে, পিবিআইর প্রতিবেদনে আত্মহত্যার পাঁচটি কারণের মধ্যে অন্যতম একটি হচ্ছে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা। এর প্রেক্ষিতে, সালমান শাহর আত্মহত্যায় তার প্রসঙ্গ আনায় অস্ট্রেলিয়া থেকে ক্ষোভ প্রকাশ করেন শাবনূর।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে পিবিআইয়ের প্রতিবেদন উপস্থাপন করার পর শাবনূর এই ক্ষোভ প্রকাশ করেন।

ক্ষোভ প্রকাশ করে শাবনূর বলেন, পিবিআইয়ের এমন প্রতিবেদনে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কীসের জন্য আমার নাম জড়ানো হচ্ছে! সালমান যদি আত্মহত্যাও করে, তাহলে আমার কারণে কেন করবে! আমার নামটা জড়ানোর আগে সবারই একবার ভাবা উচিত।

সিডনি থেকে ঢালিউডের জনপ্রিয় এই অভিনয়শিল্পী একটি জাতীয় দৈনিকে বলেন, একজন মৃত মানুষের সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলাটা খুব বিশ্রী মনে হয়েছে।

ওই দৈনিকে শাবনূর বলেন, সালমান ও আমাকে জড়িয়ে এই ধরনের কথা কেউ যদিও বলে থাকে, সেটার আমি ঘোর বিরোধিতা করছি। সালমান শুধুই আমার নায়ক ছিল, সহশিল্পী ছিল, বন্ধু ছিল, এর বাইরে আর কোনো সম্পর্ক ছিল না। আমি আগেও বলেছি, তাকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। তার সঙ্গে আমার ভাইবোনের সম্পর্ক ছিল।

শাবনূর আরও বলেন, সালমান তখন বিবাহিত ছিল। আর আমি অবিবাহিত। ওর স্ত্রীর সঙ্গেও আমার একটা ভালো সম্পর্ক ছিল। সালমানের স্ত্রী সবসময় আমাদের সঙ্গেই থাকত। প্রেমের সম্পর্কের কিছু একটা যদি হতো, এটা তখন সবাই বুঝতে পারত। এত বছর পর এই ব্যাপারটা নিয়ে আমাকে জড়িয়ে নোংরা উক্তি করার ব্যাপারটি মোটেও ভালো লাগছে না। কিছু মানুষ আমাকে জড়িয়ে গুজব ছড়িয়েছে। এখনো ছড়াচ্ছে।

শাবনূরের সাথে প্রেম ও দাম্পত্য কলহে আত্মহত্যা করেছেন সালমান শাহ : পিবিআই

আরও সংবাদ

Close