আজকের সিলেট

৫ টাকার মোমবাতি ২০, ফোনে চার্জ ৫০ টাকা : এ কেমন আচরণ!

অষাধু ব্যবসায়ীদের গরম ভাতে পানি ঢেলে দিল বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার। এর পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা সিলেটে। দিন-রাত বিদ্যুৎ বিহীন হয়ে থাকে নগরবাসী।

এ সুযোগটা কাজে লাগায় অবৈধ মুনাফাখোর ব্যবসায়ীরা। ৫ টাকার মোমবাতি ২০ টাকা দামে বিক্রি করে। বিদ্যুৎ না থাকায় যখন নগরবাসী পুরো অন্ধকারে ডুবে গেল তখন ব্যসায়ীদের এ কি ধরনের আচরণ!

শুধু তাই নগরীতে আরেক পক্ষের আবির্ভাব ঘটে। তারা ফোনে ফুল চার্জ করে দেয়ার জন্য নেয় ৫০ টাকা করে। ব্যাটারি থেকে বিপজ্জনকভাবে চার্জ দেয়া হয়। এতে ফোনেরও ক্ষতি হয়।

আবার অনেকে জেনারেটর দিয়ে পানির টাংকি ভরে দেয়ার ব্যবসাতেও নেমে পড়ে।

একদিনেই আমাদের এই অবস্থা! এভাবে ক্ষোভ ঝাড়লেন সাধারণ মানুষ।

আরও সংবাদ

Close