আজকের সিলেট

গোলাপগঞ্জে ‍গৃহবধূর ছিনিয়ে নেয়া স্বর্ণালঙ্কার উদ্ধার : গ্রেফতার ৩

সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূকে মারধোর করে ছিনিয়ে নেয়া আড়াইল লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফর এলাকা থেকে ১ মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফর গ্রামের শামিল আহমদের স্ত্রী রানু বেগম (৪৫), ছেলে মেহেদী হাসান সাব্বির (২২) ও একই এলাকার খবির মিয়ার ছেলে অনু মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর একই গ্রামের হাজীপুর লরিফর গ্রামের এক গৃহবধূকে মারধর করে স্বর্ণের গলার চেইন, ১টি স্বর্ণের হার, ৩ জোড়া স্বর্ণের কানের দোল, ২টি স্বর্ণের নাকফুল ও ১ জোড়া রুপার নূপুর চুরি করে নিয়ে যান গ্রেফতারকৃতরা।

নির্যাতিত নারী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কন্তারগাঁও গ্রামে মেহেদী হাসান সাব্বিরের স্ত্রী সুলতানা (২০)। নির্যাতনের পর ঐ মহিলার নির্যাতনকারীদের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের বৃত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী স্বর্ণলংকারসহ আসামীদেরগ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে একটি (মামলা নং-২১) দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

Close