আজকের সিলেট
ভারত থেকে সিলেটে অনুপ্রবেশ : ২ নাইজেরিয়ান আটক
সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ নাইজেরিয়ানকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার দিবাগত (২২ নভেম্বর) মধ্যরাতে শহরতলির বটেশ্বর থেকে তাদের আটক করে র্যাব।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাত ১ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল শহরতলির শাহপরাণ থানাধীন বটেশ্বর বাজার থেকে বাজার প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান দুই নাগরিককে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ভূয়া ভিসাধারী একটি পাসপোর্ট, ১টি বিমান টিকেট, ড্রাইভিং লাইসেন্স ১টি, ৪৩২০ টাকার ভারতীয় রুপি, ১৩০০ বাংলাদেশি টাকা, ২টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অপারেশন কামান্ডার মো. কামরুজ্জামান জানান, আটক দুই নাইজেরিয়ান নাগরিককে ‘ফরেনার অ্যাক্ট’ আইনে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে কি উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা জানা যায়নি।