শীর্ষ খবর

পঁচে নষ্ট হচ্ছে টনে টনে পেঁয়াজ

দেশের বাজারে পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে, আবার টনে টনে পঁচা পেঁয়াজ ময়লার ভাগাড়ে ফেলে দেয়া হচ্ছে।

চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এমন দৃশ্য দেখা গেছে। গত দুই দিনে চট্টগ্রামের গুদামে মজুদ থাকা কমপক্ষে ২০ টন পঁচা পেঁয়াজ ময়লার ভাগাড়ে ফেলে দেয়া হয়েছে।

গত তিনদিন ধরে খাতুনগঞ্জের পাশে কর্ণফুলী নদীর সংলগ্ন চাকতাই খালে এসব পেঁয়াজ ফেলা হচ্ছে। খালের পাড়ে এখন বিপুল পরিমাণ পচা পেঁয়াজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

স্থানীয়রা বলছেন, দাম আরও বৃদ্ধির আশায় আড়তদারদের গুদামে মজুদ করে রাখা পেঁয়াজে পচন ধরেছে। সে পচা পেঁয়াজ এখন আড়ত থেকে বের হচ্ছে প্রতিদিন।

আরও সংবাদ

Close